|
---|
ইসরাফিল বৈদ্য, কলকাত : ১৮ ই জুলাই দুপুর ১২:৫০ মিনিটে হজ্বের ফিরতি শেষ উড়ান কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন ২২২ জন হাজী সাহেব।মহান আল্লাহর অশেষ রহমত নাজিল হওয়া এবং বিশ্ব শান্তি কামনায় দোয়ার মজলিস অনুষ্ঠিত হয় কলকাতা বিমানবন্দরে। উপস্থিত ছিলেন পঃবঃ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের সচিব ওবাইদুর রহমান, হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি, রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা তথা রাজ্য হজ্ব কমিটির আমন্ত্রিত সদস্য হাজী একেএম ফারহাদ, হজ্ব কমিটির সদস্য ফিরদৌস বেগম,আব্দুল হামিদ, কুতুবউদ্দিন তরফদার, পীরজাদা হাজী রাকিবুল আজিজ, সেখ সাহাজান, আধিকারিক ইকবাল নাইয়ার, আয়ুব আলী, আবুল হোসেন, ফরিদ খান,ইজাজ আহমেদ,প্রমুখ।