|
---|
পারিজাত মোল্লা : ছোটোদের নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা এসবের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিধান শিশু উদ্যানের পরিচিতি। কিন্তু গত দশ বছর ধরে রাজ্য জুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়ে থাকে। বিধান শিশু উদ্যান আয়োজিত মাধ্যমিক প্রস্তুতির জন্য রাজ্য জুড়ে আয়োজিত মক টেস্টের ডাউট ক্লিয়ারিং ক্লাস হল রবিবার। এই কর্মশালার শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি এবং বিশিষ্ট গণিত বিশেষজ্ঞ ডা. পার্থ কর্মকার। প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল এবং ৩৭ জন শিক্ষক-শিক্ষিকা এই কর্মশালা পরিচালনা করেছেন।বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার জানিয়েছেন -” প্রথম মক টেস্টের মূল্যায়ন করা উত্তরপত্র ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এবং সেই উত্তরপত্র তারা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে ভুলত্রুটিগুলো সংশোধন করে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে পারে। এরফলে ২০২৫-এর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তাদের ফলাফল অনেকটাই ভালো হবে তা নিশ্চিতরূপে বলা যায়”।