|
---|
নিজস্ব সংবাদদাতা : ২০২৪ এ বিজেপি ধরাশায়ী হবে এবং পরবর্তী প্রধানমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মানুষ চান সাংসদ অভিষেক ব্যানাজীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানালেন প্রাক্তন সাংসদ ও বর্তমান মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী ।
শহীদ দিবস উপলক্ষে আজ ২১শে জুলাই শুক্রবার, কলকাতার ধর্মতলায় শহীদদের স্মরনে এক বিশাল সমাবেশ হয়। প্রধান বক্তা ছিলেন অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের চেয়ারপারসন তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া তূনমুল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানাজী। তিনি বলেন,জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে জানাচ্ছি আগামী ২রা অক্টোবর “দিল্লি চলো” । সেনাপতি সাংসদ অভিষেক ব্যানাজীর এই ডাকে লক্ষ লক্ষ মানুষ হাত তুলে অভিনন্দন জানান। অভিষেক ব্যানাজী আরও বলেন, আগামী ৫ই আগষ্ট প্রতি ব্লকে ব্লকে বিজেপি নেতা কর্মীদের বাড়ির সামনে ধর্না দেওয়া হবে। তবে আমরা অশান্তি করবো না কারণ আমরা শান্তি চাই। মমতা বানারজী বলেন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা বন্ধ করতে হবে, একশো দিনের পাওনা টাকা পশ্চিমবঙ্গকে দিতে হবে। মঞ্চে অনেকের মধ্যে লক্ষ্য করা যায়, রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সী, বিধানসভার স্পিকার শ্রী বিমান ব্যানাজী, ডেপুটি স্পিকার শ্রী আশিষ ব্যানাজী। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস, সূজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক অতীন ঘোষ , মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, তাছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায় প্রমুখ।