২১ জুলাই উপলক্ষে জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা মশাগ্রামে।

লুতুব আলি, বর্ধমান : ২১ জুলাই উপলক্ষে জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা মশাগ্রামে। কলকাতায় ঐতিহাসিক ২১ জুলাই সমাবেশে যোগদান করতে জামালপুর বিধানসভা এলাকা থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই উপলক্ষে ১৩ আগস্ট মশাগ্রামে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আয়োজক জামালপুর তৃণমূল শ্রমিক সংগঠন। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা, আই এন টি টি ইউ সি সভাপতি সন্দীপ বসু, জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল সহ অঞ্চলের সকল সভাপতিগণ। শহীদ দিবস কী ? কেন এই দিন পালন করা হয় সে সম্পর্কে বিস্তারিতভাবে মশাগ্রামের এই প্রস্তুতি সভায় বক্তারা তুলে ধরেন। রাজ্যের মা মাটি মানুষের জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই কলকাতার ধর্মতলায় ঐতিহাসিক মহাসমাবেশের ডাক দিয়েছেন। বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যে তৃণমূল সরকার গঠন হয়েছে। এই সমস্ত দিকগুলি মশাগ্রামের প্রস্তুতি সভায় সকলকে অবহিত করা হয়। মেহমুদ খান জানান, জামালপুর এলাকা থেকে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী একুশ জুলাই ধর্মতলার মহাসমাবেশে যোগদান করবেন। জামালপুর বিধানসভার প্রতিটি এলাকা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ২১ জুলাই সমাবেশে যোগদান করবেন বলে মেহমুদ খান জানান।