|
---|
আজহারউদ্দিন : ২১জুলাই কে সামনে রেখে খানাকুলের ঘোষপুর তৃণমূল যুব কংগ্রেসের উদোগে রক্তদান শিবির ও কর্মসূচি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খানাকুল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ইমুল হক রাঙা, হুগলি জেলা যুব সাধারণ সম্পাদক শাহিদ ইমাম ওরফে মহারাজ ,যুব সভাপতি মতিয়ার রহমান বাপি,তৃনমুল নেতা অসিত সিংহ রায়, যুবনেতা সেখ লাল, সরফরাজ খান,আজিজুল আলী মল্লিক, প্রবীণ নেতা যতীন দিগের, হুদা চৈধুরী সহ বিশিষ্ট জন। এদিন ৫০ জন রক্তদান করেন ।