|
---|
সংবাদদাতা : ২১ জুলাই উপলক্ষে দেবীপুরে রক্তদান শিবির। ধর্মতলায় শহীদ সমাবেশে যোগদান করার জন্য এক অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের মেমারি ১নং যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ১৬ জুলাই দেবীপুর সোনার তরী লজে রক্তদান শিবিরের আয়োজন করেছিল এই ব্লকের দেবীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। রক্তদান, জীবন দান। মতির রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য রক্তদান হলেও রক্তদাতাদের মুখে মুখে ঘুরছিল শহীদ সমাবেশের যোগদানের প্রসঙ্গ। রক্তের কোন জাত নাই কিন্তু বিজেপি চাই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষের সর্বভৌমত্বকে বিনষ্ট করতে। সংগঠনের পক্ষ থেকে এই ধরনের অভিযোগ করা হয়। মেমারি ১নং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র সিং বলেন, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলক মাজির নির্দেশে এই মহতী রক্তদান শিবিরের আয়োজন। বর্ধমানের শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। ৫০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আবদুল হাকিম, দেবীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির বর্ষার নেতা কমল লোচন বিশ্বাস, দেবীপুর অঞ্চল তৃণমূল যুবক কংগ্রেসের সক্রিয় কর্মী লালটু শেখ, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আনন্দ ক্ষেত্রপাল, ধনঞ্জয় ঘোষ, দেবীপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোল্লা মহির উদ্দিন, নিমো ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহির হোসেন, গণতার ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসাদ চৌধুরী। এই অনুষ্ঠানে সামাজিক কাজের জন্য মেমারির দুটি সেচ্ছাসেবী সংস্থা আঁচল ও সময় কে সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করা হয়।