২১ শে জুলাই বিশাল মিছিল সহযোগে ধর্মতলায় হাজির হবে মাদ্রাসার শিক্ষকরা, রাজ্য সভাপতি ফারহাদ

রেশমিকা ইয়াসমিন, বারাসাত : শহীদ স্মরণে ধর্মতলায় একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ উপলক্ষে ‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA)’-এর পক্ষ থেকে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের নীল দর্পণ সভাকক্ষে ২১ শে জুলাইয়ে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল।জেলার মাদ্রাসার শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ পুরো রাজ্যজুড়ে চলছে তা বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে বৃহত্তর স্বার্থে দেশনেত্রী হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ধর্মতলায় তৎকালীন বাম শাসকেরা যেভাবে আক্রমণ করে তেরো জন মানুষের জীবন শেষ করেছিল তার আবেগকে মান্যতা দিয়ে শিক্ষক সমাজও একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে উপস্থিত হবে।’ একেএম ফারহাদ আরও বলেন, ‘দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, অন্যতম রাজ্য সম্পাদক, কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিমদের নির্দেশ মতো মাদ্রাসা শিক্ষকরা তৃণমূল কংগ্রেসের পতাকা,ফেস্টুন,ব্যানার সহকারে ব্যাপক হারে ধর্মতলা চত্বরে উপস্থিত হবে। পাশাপাশি শিক্ষকরা ঐদিন শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে দুটি বর্ণাঢ্য মিছিল নিয়ে ধর্মতলা অভিমুখে রওনা দেবে বলে জানায় সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদ। পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মাদ্রাসা শিক্ষকদের উন্নতিকল্পে এই সংগঠন যেভাবে কাজ করছে তার পাশাপাশি সমাজের সর্বস্তরে বিরাজমান সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঃবঃ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সহ-সভাপতি ফরিদ খান, সম্পাদক এহতেশামুল হক,সংখ্যালঘু মহিলা নেত্রী এঞ্জেলীনা,সেখ ফৈয়াজ,পুরোহিত কৃষ্ণা চক্রবর্তী, কাউন্সিলর গোপাল চন্দ্র ব্যানার্জি, শিক্ষক নেতা নূরুল হক বৈদ্য,নূরুল হক,আবু সুফিয়ান পাইক, সংগঠনের জেলা নেতৃত্ব কুতুব আখতার,প্রধান শিক্ষক জাকির হোসেন,শম্পা পাত্র, ইমতিয়াজ,জার্জিস হোসেন, নামদার শেখ,সওকাত হোসেন পিয়াদা, ডঃ আসরাফ আলী, সাহাবুদ্দিন চৌধুরী,মোঃ অমিত মন্ডল, আবেদিন হক,সুরজিৎ,আজগার আলী প্রমুখ।