|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবন অভিযানে শুভেন্দু অধিকারী সহ ২২ জন বিজেপি বিধায়ক। ডেঙ্গু নিয়ে স্মারকলিপি জমা দিতে যান তাঁরা। কিন্তু স্বাস্থ্যভবনের গেটে তাঁদের আটকে দেয় পুলিশ। তাতে প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দু বাকবিতণ্ডা শুরু হয়। এরপর স্লোগান ওঠে – ‘ডেঙ্গুর সরকার/ আর নেই দরকার।’
তিনি বলেন, ”করোনার থেকেও খারাপ হয়েছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। টেস্ট কিট নেই, ১০০-র বেশি মারা গিয়েছে। কেন্দ্রকে রিপোর্ট দেয়নি রাজ্য। রাজ্য সরকারের এসব দিকে কোনও খেয়াল নেই। কত মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, সেই তথ্য প্রকাশ করছে না। আমরা এখানে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। ৫ মিনিটের কাজ। সচিবের সঙ্গে দেখাও করতাম না। স্মারকলিপিতে সই করিয়ে রিসিভড কপি নিয়ে যেতাম। কিন্তু তাও আমাদের আটকানো হচ্ছে। আসলে বিজেপিকে ভয় পেয়েছে। তাই বিজেপিকে স্বাস্থ্যভবনেও ঢুকতে দিচ্ছে না।” এরপর গাড়িতে ওঠার সময় বিরোধী দলনেতাকে পুলিশের উদ্দেশে বলতে শোনা গেল, ”হিসেব নেব।”