|
---|
বাগনান: শিল্পকতার দিক থেকে বাগনানের নামটি অন্য জায়গায় পৌছে দিচ্ছেন বাগনানের কিছু শিল্পীরা।২০২১সালের মধ্যে ইন্ডিয়ান বুক অফ রের্কডসে নাম তুলেছেন বাগনানের কিছু প্রতিভাবান শিল্পী থেকে অধ্যাপকগনেরা, এবার সেই তালিকায় নাম নথিভুক্ত করলেন হাওড়া জেলার বাগনান থানার বাঙালপুর গ্রামের বাসিন্দা বছর ২২ এর তরুন আকাশ ঘোষ।
আকাশ বর্তমানে হাইটেক অ্যানিমেশন কলেজের অ্যানিমেশন গ্র্যাফিক্স ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপনিং এর ছাত্র।আকাশের যখন তিন বছর বয়স তখন থেকে আকাশ অঙ্কনের উপর প্রশিক্ষণ নিচ্ছেন বর্তমানে সাতরাগাছির স্বনামধন্য অঙ্কন প্রশিক্ষক রাজীব দেশারীর ছাত্র আকাশ।শুধু তাই নয় আকাশ আলাদা ভাবে আবার সত্তর জন কচিকাঁচাকেও আকাশ অঙ্কনের প্রশিক্ষণ দিচ্ছেন।কদিন আগে মাত্র দেড় ঘন্টাতে বাইশ খানা জলরঙের ল্যান্ড স্পেক উপর অঙ্কন করে ইন্ডিয়ান বুক অফ রের্কডসে নাম তুললেন আকাশ ঘোষ।শুধু তাই নয় মেদিনীপুর আর্ট অ্যাকাডেমীর প্রতি বছর সর্বসাধারণের জন্য অঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করে থাকে বিগত চার বছর ধরে আকাশ ওই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।আকাশ পাশাপাশি থিয়েটারেও কাজ করেন আকাশ বেহালা ব্রাত্য জন ও বাঙালপুর বয়েজ ক্লাব নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন,আকাশের বাড়িতে বাবা-মা এর সাথে থাকেন নিজের সন্তানের এই সাফল্যের জন্য আকাশের পিতা-মাতা তারাও খুব খুশি।ভবিষ্যতে আকাশ তার এই শিল্পীসত্তাকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে চান তাই সে গ্র্যাফিক্স ডিজাইনার এবং এর পাশাপাশি বড় জায়গায় থিয়েটার কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আকাশ বাবু।