|
---|
আসিফ রনি : দীর্ঘ প্রতীক্ষার পর, প্রতি বছরের ন্যায় এই বছরেও ২৪ তম ‘West bengal state karate championship 2022’ অনুষ্ঠিত হলো ইডেন গার্ডেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ।
প্রধান উদ্যোক্তা KARATE ASSOCIATION OF BENGAL অর্থাৎ KAB এর প্রেসিডেন্ট প্রেমজিৎ সেন ।
এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জী মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন জয়দেব মন্ডল জেনারেল সেক্রেটারি KARATE ASSOCIATION OF BENGAL।
দুই দিনের এই state karate championship অনুষ্ঠিত হয় ১৬ ও ১৭ এপ্রিল। ইভেন্ট ছিল কুমিত্তে ও কাতা।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ক্যারাটে স্টুডেন্ট এই রাজ্য স্তরের কম্পিটিশনে যোগদান করেন। তার মধ্যে সেইসিনকাই ইন্ডিয়ান ক্যারাটে-দো এন্ড কিকবক্সিং ইনস্টিটিউট থেকে একাধিক স্টুডেন্ট এক নজরবিহীন সফলতা অর্জন করে।
উক্ত অর্গাজাইনেশন থেকে এবারের প্রাপ্তি GOLD, SILVER,BRONZE। এবং ২৪ তম স্টেট্ চ্যাম্পিয়নশিপে সফলতা SIKKI সংস্থা থেকে
9 gold, 3 silver and 7 bronze।
সেইসিনকাই ইন্ডিয়ান ক্যারাটে-দো এন্ড কিকবক্সিং ইনস্টিটিউটের প্রধান রেনসাই বাপ্পাদিত্য নন্দী ও শিহান মৃগাঙ্ক ঘোষ প্রত্যেক সফল পার্টিসিপেটদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তঃ থেকে আগত প্রত্যেক পার্টিসিপেটদেরও শুভেচ্ছা জানিয়েছেন ।