|
---|
শেখ আব্দুল আজিম : ১৬ জুলাই কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল ইংলিশ মিডিয়াম স্কুলCBSC বোর্ডের নামকরা সিলভার পয়েন্ট স্কুল আগামী ২৬ শে জুলাই এই স্কুলের ২৫ তম বর্ষপূর্তি হিসেবে পালন করা হবে তারই জন্য আজ প্রেসক্লাবে একটি সভার আয়োজন করা হয়। সিলভার পয়েন্ট স্কুলের কর্তা প্রয়াত শ্রী পান্নালাল রায় চৌধুরী উনার স্ত্রী বাণী রায় চৌধুরী অবর্তমান কালে স্কুলের দায়ভার সামলান। বর্তমানকালে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০০ প্রায়।২০০৫ সালে সিলভার পয়েন্ট স্কুল WBBSE এবং ২০১২ সালে WBCHSE উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগের মানবিক এবং বাণিজ্যে তিনটি বিভাগে এবং ২০২২ সালে CBSE বোড অনুমোদন করেন।