|
---|
রহমতুল্লাহ : ২৩ শে জুন নদিয়ার পলাশী মনুমেন্টে, ২৬৫ তম ঐতিহাসিক পলাশী দিবস পালিত হল পলাশীর মনুমেন্টে। বাংলাদেশ- ভারত- পাকিস্তান পিপলস ফোরাম এর উদ্যোগে। সিরাজউদ্দৌলার মূর্তিতে মাল্যদানের মধ্যো দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ- ভারত- পাকিস্তান পিপলস ফোরাম এর সদস্য খেলাফত আলী মন্ডল (সেক্রেটারী নদিয়া জেলা), পরেশ সরকার ( প্রেসিডেন্ট নদীয়া ), সোরভ ঘোষ( সেক্রেটারি মুর্শিদাবাদ জেলা)। এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তরুণ প্রতিবাদী কবি মহাদ্দেশ শেখ। এদিন পলাশী যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।