|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: মাসের দ্বিতীয় লকডাউন শুক্রবারে ব্যাপক প্রভাব পড়লো মেদিনীপুর শহরে। বন্ধ ছিল সমস্ত দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। অতি জরুরী প্রয়োজন ছাড়া কোন মানুষকে বাইরে বেরোতে দেখা যায় নি। রাস্তায় যানবাহন ছিল না বললেই চলে। রাস্তায় বিভিন্ন মোড়ে ছিল পুলিশি নজরদারি।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তাদের ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছেন , ” আজ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউন এবং পশ্চিম মেদিনীপুর জেলার জনগনের আন্তরিক সহযোগিতায় আজকের লকডাউন সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি।
কিছু ক্ষেত্রে লকডাউন অমান্য করার জন্য ২৭৫ জনকে আটক করা হয় (এদের মধ্যে ৮৭ জনের বিরুদ্ধে আইনের বিশেষ ধারায় মামলা দায়ের করা হয়েছে)।