২৮তম কাটোয়া বইমেলা শুরু হল কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে।

২৮তম কাটোয়া বইমেলা শুরু হল কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে।

    রাহুল রায়, নতুন গতি, বর্ধমানঃ ২৮তম কাটোয়া বইমেলা শুরু হল মঙ্গলবার কাটোয়ার কাশীরাম দাস বিদ্যায়তনের মাঠে। বর্ণপরিচয় মঞ্চে বই মেলার শুভ উদ্বোধন করলেন কবি সুবোধ সরকার। উদবোধন সংগীত হিসাবে সানাই বাজানো হয়।কবি সুবোধ সরকার ও উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা এস ডি পি ও ত্রিদিব সরকার,কাটোয়া থানার আই সি বিকাশ দত্ত,কাটোয়া পৌরসভার নির্বাহী আধিকারিক তাপস ভট্রাচার্য, কাটোয়া পৌরসভার আধিকারিক সায়ন মুখার্জ্জী, ডাঃ গৌবিন্দরাম মান্না,ডাঃ পরেশনাথ বন্দ্যোপাধ্যায়, বইমেলা কমিটির সাধারণ সম্পাদকদ্বয় সাংবাদিক চন্দ্রনাথ মুখোপাধ্যায় ও শ্রীমন্ত মজুমদার,বইমেলা কমিটির সহ সভাপতি ডঃ তুষার পণ্ডিত সহ অন্যান্যরা। এবারে বইমেলার তোরণ সুভাষ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত। মেলায় রয়েছে বায়ো টয়লেট। বই ক্রয় ও বিক্রয়ের জন্য ৫১ টি স্টল রয়েছে। আনন্দ পাবলিশার্স, দেজ পাবলিশার্স, পারুল প্রকাশনী সহ বিভিন্ন পাবলিশার্স রয়েেছে। শিক্ষামূলক কিছু স্টল। মেলা মানেই খাওয়া -দাওয়া,তাই কিছু খাবারের স্টলও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশিত হয় ডাঃ গোবিন্দরাম মান্না রচিত ফুলঝুরি,ডঃ তুষার পণ্ডিত রচিত সেই নাকছাবিটা,চন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত বিজন বেলার বেত্তান্ত। বইমেলায় প্রতিদিন রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ,শ্রুতিনাটক,নকল সংসদ,কবিসভা,আবৃত্তি,লোকসংগীত, গীতিনাট্য, নৃত্যানুষ্ঠান,নাটক,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা সভা সহ ইত্যাদি। এই বইমেলা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭.৩০ মিনিটে বাংলা ভাষার স্মরণে মশাল মিছিলের মধ্য দিয়ে ২৮ তম কাটোয়া বইমেলা শেষ হবে।