২৮ তম আদিবাসী ভাষায় জেলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ১০ এপ্রিলঃ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২৮ তম আদিবাসী ভাষায় জেলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি তথা বিধায়ক শম্পা ধারা। উপস্থিত ছিলেন সহ-সভাধিপতি দেবু টুডু, বিধায়ক অলক কুমার মাঝি, সাংসদ সুনীল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ-সভাপতি দেবু হেমব্রম ও পূর্ত কর্মাধ্যক্ষ তথা জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মেহমুদ খান, জেলা প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ শামস তীবরেজ আনসারী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জামালপুর ব্লক অফিস ও পঞ্চায়েত সমিতি প্রাঙ্গনে তিন দিন ধরে চলবে এই একাঙ্ক আদিবাসী নাটক প্রতিযোগিতা।