|
---|
নিজস্ব সংবাদদাতা : শাহরুখ খান অভিনীত পাঠান ব্লকবাস্টার সুপার হিট, পুরনো সব রেকর্ড ভেঙে দিয়ে ছুটে চলেছে কিং খান অভিনীত পাঠান। ইতিমধ্যেই এক হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। এরই মধ্যে শাহরুখ খান জানিয়েছেন তার কাভি হা কাভিনা ছবিটির উনত্রিশ বছর পূর্তির কথা। ১৯৯৪ সালের ২৫শে ফেব্রুয়ারি এই সিনেমাটি মুক্তি পায়। শাহরুখ খান ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে যে সমস্ত ছবিগুলি প্রথমদিকে করেছিলেন তার মধ্যে কাভি হা কাভি না অন্যতম। তৎকালীন সময়ে ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে দিয়েছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, সুচিত্রা কৃষ্ণমূর্তি, দীপক তিজরী, নাসির উদ্দিন শা। এই প্রসঙ্গে শাহরুখ খান জানিয়েছিলেন সেই সময় বয়স খুব কাঁচা ছিল, শিল্পের স্রষ্টা কি সে ব্যাপারে সেরকম ধারণা ছিল না। প্রসঙ্গত কিং খান বেশ কিছু বছর অন্তরালে ছিলেন, তাকে ছবি করতে দেখা যায়নি। অনেকেই এই ব্যাপারে অভিমত পোষণ করেছিলেন বুড়ো হয়ে যাচ্ছেন শাহরুখ। তবে এই সমস্ত ধ্যান-ধারণা ভেঙ্গে শাহরুখ খানের পাঠান দুর্দান্ত সুপার ডুপার হিট। কঠিন সময় থেকেও কিভাবে কাম ব্যাক করা যায় তার দৃষ্টান্ত শাহরুখ খান।