|
---|
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ২য় সম্মেলন জলঙ্গীতে
নিজস্ব সংবাদদাতা, জলঙ্গী ; মুর্শিদাবাদ জেলার জলঙ্গী চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে জলঙ্গী পথের সাথী হলে আয়োজিত হলো ২য় সম্মেলন। রাজ্যের বিধান সভা ভোটকে সামনে রেখে এই সম্মেলন বিশেষ তাৎপর্য পূর্ণ বলেও মনে করছেন অনেক শিক্ষক। সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক -অরুন বিকাশ দাম, সহ সভাপতি – পার্থ সারথি সরকার, জলঙ্গী দক্ষিণ চক্রের তৃণমূল কংগ্রেস সভাপতি – রাকিবুল ইসলাম রকি, উপস্থিত ছিলেন এবারের ভোটের তৃণমূল কংগ্রেসএর বিধায়ক প্রার্থী আব্দুর রাজ্জাক মহাশয় এছাড়াও একাধিক বিদায়ী শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। সম্মেলনের সঞ্চালক ছিলেন শিক্ষক দেবদাস কুণ্ড মহাশয়। সম্মেলনে জলঙ্গী চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি -শিক্ষক ইমাদুল হক তুলে ধরেন – এই চক্রের বেশ কিছু স্কুলের সমস্যার কথা,যা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে যাতে তা দূরত সমাধান করা হয়। এই সংগঠন দীর্ঘদিন থেকে জলঙ্গীর প্রাথমিক শিক্ষকদের পাশে থেকে বিভিন্ন সমস্যার সমাধান ও সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতে পাশে থাকবার কথাও জানায়। সেই সাথে আসন্ন বিধান সভা তৃণমূল কংগ্রেস ভোটপ্রার্থী আব্দুর রাজ্জাক কে ভোট দিয়ে জয়ী করবার অনুরোধ জানাই। শিক্ষকদের ১৯ দফা দাবি পত্র মুর্শিদাবাদ জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কে তুলে দেন। এছাড়াও অরুন বিকাশ দাম, পার্থ সারথি সরকার, রাকিবুল ইসলাম রকি ও অন্যান্য ব্যক্তিবর্গ বিধান সভা ভোটে তাদের করনীয় কাজ সম্পর্কে অবহিত করেন। এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মহাশয় বর্তমান রাজ্যের অবস্থা ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির ভুল নীতি সম্পর্কে বিস্তারিত কথা তুলে ধরেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে তৃণমূল কংগ্রেস কে ভোট দিয়ে পাশে থাকবার কথা তুলে ধরেন। সম্মেলনে ১৪০ জন মতো শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। আর এই বিভিন্ন আলোচনার মাঝে অতীত দিনের রফি কণ্ঠে গান পরিবেশন করেন মিঃ পানু। এমন একটা সম্মেলনে স্বতঃস্ফূর্ত শিক্ষকদের উপস্থিতি প্রশংসার দাবি রাখে।