|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের ভাতারে পথ দূর্ঘটনায় আহত হলো তিনজন যুবক। ঘটনাটি ঘটেছে ভাতারের ভূমশোরের ক্যালেনের পুলের মোড়ে বোলারো গাড়ি সাথে মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
দূর্ঘটনায় আহত হয় তিনজন যুবক। স্থানীয় মানুষজন আহত তিনজন যুবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় ভাতার হাসপাতালে। আহত যুবকদের বাড়ি হলো ভাতার ব্লকে।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাতারের ভূমশোরের ক্যালেনের পুলের মোড়ে। এই ঘটনা জেরে বেশ কিছুক্ষণ পথ অবরোধ হয় ভাতার কাটোয়া রাস্তায়।পড়ে স্থানীয় মানুষদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।