রাজনগরের ডাকবাংলো মাঠে ৩ দিবসীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

 

     

     

    খান আরশাদ, বীরভূম:
    রাজনগরের ডাকবাংলা মাঠে রাজনগর ফুটবল একাডেমির পরিচালনায় তিন দিবসীয় ‘স্বর্গীয় সারথি বাগদি ও স্বর্গীয় গৌরহরি গড়াই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু হল। বীরভূম, বর্ধমান ও ঝাড়খণ্ডের মোট ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফিতে কেটে এই টুর্নামেন্টের সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী নিশীথ গড়াই ও রাজনগর ফুটবল একাডেমির সভাপতি তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত উপ-প্রধান গাফ্ফার খান।
    সঙ্গে ছিলেন বিশিষ্ট খেলোয়াড় কাজী ফিরোজ, আবু বক্কর, সমাজসেবী সেখ মন্টু। ফুটবল একাডেমির তরফে উপস্থিত ছিলেন কাজী গোলাম মর্তুজা, কাজী দোয়েল প্রমূখ।
    উদ্বোধনী খেলাটি শুরু হয় ‘হ্যাপী ইলেভেন নতুনগ্রাম’ বনাম ‘আকাশ একাদশ বাস্তবপুর’ এর মধ্যে। খেলায় আকাশ ইলেভেন বাস্তবপুর ১-০ গোলে জয়ী হয়।
    খেলাগুলি পরিচালনা করছেন কাজী নাজিম, কাজী ময়না, সুমন সিংহ, সেখ ইনজামাম ও সেখ মাসুদ। আগামী সোমবার এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।