|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : এই প্রথম দক্ষিণ দিনাজপুরে ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট চকভবানী কালি মন্দির সংলগ্ন এলাকায়। অতি পরিচিত বালুরঘাটের দুটি সংস্থা রক্তদান নিয়ে কাজ করা, পথের দিশা ফাউন্ডেশন ও স্ব’র যৌথ উদ্যোগে এই ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল। লক্ষ্য একটাই, প্রতিটি ঘরে ঘরে রক্তদাতা তৈরি করা।
শনিবার সকালে বনাঢ্য পথ যাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শনিবার থেকে শুরু হওয়া ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল চলবে সোমবার পর্যন্ত। এই ফেস্টিভ্যালে স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি একাধিক অনুষ্ঠান আছে। জেলার বিশিষ্ট রক্তদাতাদের সম্মান জানানো হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ফেস্টিভ্যালের প্রধান উদ্দেশ্য প্রত্যেক ঘরে ঘরে রক্তদাতা তৈরি করা এবং কম করে ১২ মাসে ১৩ টি রক্তদান শিবির আয়োজন করা৷ রক্তাদানের প্রয়োজনীয়তা, রক্তদান সম্পর্কে যে কুসংস্কার রয়েছে তা দূর করা সহ বিভিন্ন বিষয়ই এই ফেস্টিভ্যালে তুলে ধরা হচ্ছে।
দ্বিতীয় দিনে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি রাতে নাট্যতীর্থের তরফে রক্ত নিয়ে নাটক অনুষ্ঠিত হয়। শেষ দিনেও একাধিক কর্মসূচি রয়েছে বলে জানান উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, এই প্রথম রক্তদানের উপর দক্ষিণ দিনাজপুর জেলায় এত বড় উৎসবের আয়োজন করা হয়েছে। মোট তিনদিন ধরে এই কর্মসূচি চলছে। তিনদিনই রক্তদান বিষয় নিয়ে নানা অনুষ্ঠান হচ্ছে। এই শিবিরের মাধ্যমে কিছুটা হলেও রক্তের চাহিদা মিটবে বলে আমরা আশাবাদী।