|
---|
রায়দিঘী:নুরউদ্দিন: ছোট হাতি গাড়ি এবং মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘী বিধানসভার কৃষ্ণচন্দ্রপুরে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়, স্থানীয় সূত্রে জানা যায় মথরাপুর থেকে একটি মাল বোঝাই ছোট হাতি গাড়ি রায়দিঘীর দিকে রওনা দিচ্ছিলেন, তার উল্টো দিক থেকে কাশিনগর বাজার থেকে একটি ইঞ্জিন চালিত মোটর ভ্যান মথরাপুরের দিকে রওনা দিচ্ছিলেন সেই সময় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কৃষ্ণচন্দ্রপুরে ঘটে গেল দুর্ঘটনা,।
এই দুর্ঘটনায় আহত তিনজন, আহত তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেন, বর্তমানে রায়দিঘী গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনজন। অন্যদিকে মথরাপুর থানার পুলিশ পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়, এবং কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে মথরাপুর থানার পুলিশ। কিছুক্ষণ রায়দিঘী টু মথরাপুর রোডে পথ দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়, তারপর মথরাপুর থানার পুলিশ যানজট স্বাভাবিক করে দেয় বলে খবর।
রায়দিঘী থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি।