|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরের হরিপুর যাত্রী প্রতীক্ষালয় সংলগ্ন স্থানে পথ দুর্ঘটনায় জখম হল তিন মহিলা। জানা গেছে খয়রাশোলের লোকপুরের মালপাড়া তিন মহিলা মাঠে কাজের জন্য হরিপুরের দিকে আসছিলেন। হরিপুর যাত্রী প্রতীক্ষালয় সংলগ্ন স্থানে আসতেই একটি সিআরপিএফের গাড়ি ওই তিন মহিলাকে ধাক্কা মারে। ফলে জখম হন ওই তিন মহিলা। সিআরপিএফ কর্মীরা তড়িঘড়ি ওই তিন মহিলাকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় লোকপুর থানার পুলিশ। জানা গেছে লোকপুরের মালপাড়ার ওই তিন মহিলা মাঠে কাজ করার জন্য রাস্তায় হেঁটে যাচ্ছিলেন সে সময়ই সিআরপিএফের গাড়িটি তাদের ধাক্কা মারে। যখম ওই তিন মহিলার নাম মনি মাল, চিন্তা মাল, তোফা মাল বলে জানা গেছে।