তিন মাস ধরে বেতন পাচ্ছেন না এন বি এস টি সির 300কর্মী

উত্তরবঙ্গ: বেতন পাচ্ছেন না এন বি এস টি সির 300কর্মী। অনিশ্চিত তাদের ভবিষ্যত।প্রায় 300এন বি এস টি সির তিনশো কর্মী।প্রায় তিন মাস ধরে তারা বেতন না পাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যত।এই তিনশো কর্মীর প্রত্যেকের বেতন 18000টাকার কাছাকাছি।তিন মাস ধরে টাকা না পাওয়ায় একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন তারা।তারা জানিয়েছেন এই আঠেরো হাজার টাকায় দুটো সংসার চালাতে হয় তাদের,কারন তাদের প্রত্যেকের বাড়িই শিলিগুড়ির বাইরে।সারা মাস কাজ করেও বেতন না পাওয়াতে তারা এবং তাদের সন্তানদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে।কবে বেতন পাবে বলতে পারছেন না কেউই।

    এন বি এসটি সির এক কর্মচারী জানালেন তিনমাস বেতন না পাওয়াতে প্রায়ই প্রায় অভুক্ত থাকতে হচ্ছে তাদের,কারন যেকরেই হোক মাসের প্রথমে তাদের পরিবারকে কিছু টাকা যোগার করে পাঠাতেই হয়।তবে এইভাবে কতদিন চলবে জানি না আমরা,সরকার যদি আমাদের জন্য কোন চিন্তা না করেন তবে আমাদের প্রত্যেকের জীবনই অনিশ্চিত হয়ে পড়বে,আমরা অন্য কোন কাজ করে যে টাকা রোজগার করবো সেটাও পাচ্ছি না।এখন আমরা কি করবো?তারা এন বি এস টিসির প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের কাছেও গিয়েছিলেন এই সমস্যার সমাধানের জন্য। রবীন্দ্রনাথ ঘোষ এই ব্যাপারটি দেখবেন বলে জানিয়েছেন।তবে তারা জানিয়েছেন অবিলম্বে যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে তারা আগামীদিনে আরো বড় সমস্যার মধ্যে পড়বেন বলে জানিয়েছেন।