ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৩৩ কিলো গাঁজা উদ্ধার

ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৩৩ কিলো গাঁজা উদ্ধার

     

     

    নতুন গতি প্রতিবেদক : ভারত বাংলাদেশ সীমান্ত ১৪১ বিএসএফ ক্যাম্প বাউসমারি এলাকা থেকে ৩৩ কিলো গাঁজা উদ্ধার। বিএসএফ সূত্রে খবর গত রাত্রিতে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলা দেশে পাচারের আগে উদ্ধার হলো ৩৩ কিলো গাঁজা। সি.সি. ফোর্সেসের গোয়েন্দা বিভাগ বাউসমারির ভারপ্রাপ্ত কমান্ডার বলবীর সিং সহ দুই মহিলা কনস্টেবল ও তিন কনস্টেবল বিএসএফ নিয়ে তল্লাশি চলেন বলে জানিয়েছেন ১৪১ নং বিএসএফ ডি আই বি । যদিও এই গাঁজার সঙ্গে কাও কে আটক করতে পারেনি বিএসএফ।