|
---|
আসিফ আলম, নতুন গতি, বহরমপুর:আবারো দেখা মিলল কুয়াশার। তাও আবার একটু আধটু নয় প্রচন্ড হারে। শীত প্রায় শেষের দিকে। কেউ ভাবতেও পারেনি যে আবার দেখা মিলবে। সাধারণ মানুষ কিছুটা হতভম্বও হয়ে যায়!
আজ সকাল থেকেই কুয়াশায় আচ্ছন্ন ছিল ৩৪ নম্বর জাতীয় সড়ক। বহরমপুর টু ফারাক্কা রুটে আজ সকালের দিকে প্রচন্ড কুয়াশা দেখা যায়। ফলে যান চলাচলের কিছুটা বিঘ্ন ঘটলেও সে রকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।