৩৬তম বছরের জগদ্ধাত্রী পূজো

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর১ নম্বর ব্লকে বড়াশী গ্রামে ঐতিহ্যশালী বদরিকানাথ শিব মন্দিরে অনুষ্ঠিত হল জগদ্ধাত্রী পূজা। এই শিব মন্দিরের আটচালায় পূজো ৩৬ তম বর্ষে পদার্পণ করল, সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী মা। পরিচালনায় বড়াশী বদরিকানাথ যুবক সংঘ এন্ড ফ্রেন্ডস্। সহযোগিতায় স্থানীয় গ্রামবাসী বৃন্দ। আক্ষরিক অর্থেই ঐতিহ্য, পরম্পরা আর ইতিহাসের মেলবন্ধনে সাবেকিয়ানার গাম্ভীর্যে এই পূজার গুরুত্ব ছিল। প্রতিবছরের ন্যায় ধুমধাম সহ কারে মহাসমারোহে উদযাপিত হয় জগদ্ধাত্রী পূজা। এই পূজাকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে ভোগ বিতরণ এবং আতিথিয়তা ও বিশেষ কিছু অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। উৎসবের আমেজে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এমনই উৎসব হওয়ায় এলাকাবাসী বেজায় খুশি।