৩৯ তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান লালগোলাতে

রহমতুল্লাহ লালগোলা: মুর্শিদাবাদের লালগোলা এলিজা লজে ব্রিক ফিল্ড ওনার্স এসোসিয়েশন লালগোলা জোনের পরিচালনায় ৩৯ তম বার্ষিক সাধারণ সভা এবং সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেলো। এদিন বিকেল ৩ টে নাগাদ উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি মাননীয় খালিলুর রহমান মহাশয় এবং মাননীয় লালগোলা বিধান সভার বিধায়ক মোহম্মদ আলী মহাশয়, এদের দুজন কেই ব্রিক ফিল্ড ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে স্মারক সন্মাননা তুলে দেওয়া হয়। এদিনব্রিকফিল্ড এর(প্রেসিডেন্ট) আব্দুল মইদ, মিনারুল ইসলাম (সেক্রেটারি),জিয়াউর রহমান (কোষাধক্ষ)এবং প্রদীপ বিশ্বাস ও মনিরুল ইসলাম ( ইসি মেম্বার) সহ প্রায় ২৫জন ইট ভাটার মালিক উপস্থিত ছিলেন।মহম্মদ আলী মহাশয় বলেন আপনারা যেখান থেকেই ইট বানানোর জন্য মাটি কাটুন না কেন, সেই খাল-বিল কাটার পর সেখানে যেন মাছ চাষের ব্যাবস্থা করা হয়।