৩ বছর পর অবশেষে মেমারির বিড়ি শ্রমিকদের ৩৫ টাকা মজুরি বৃদ্ধি

নূর আহমেদ, মেমারি ১৩ নভেম্বর,নির্বাচনী প্রচারে বার বারই এসেছে বিড়ি শ্রমিকদের মজুরি প্রসঙ্গ। কিন্তু ভোটপর্ব মিটতেই সে সব প্রতিশ্রুতি ভুলেছেন সব পক্ষ। শেষমেশ দীর্ঘ টালবাহানার পর এ বার সেই বিড়ি শ্রমিকদের মজুরি বাড়তে চলেছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিড়ি শ্রমিকদের মজুরি বেড়েছে। এবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের  বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হলো। বুধবার  মেমারি-১ পঞ্চায়েত সমিতির মিটিং হলে ব্লকের সমস্ত বিড়ি শ্রমিক ও বিড়ি মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়।

    জানা যায় পূর্বের মজুরি ১৭০টাকা পরিবর্তে ২০৫ টাকা করা হল। মাত্র ৩৫ টাকা মজুরী বৃদ্ধি হলো ১০০০ বিড়ি বাঁধার জন্য। মিটিং আরও সিদ্ধান্ত হয় মালিক পক্ষ বিড়ির বাঁধার গুণগত মান যাচাই করে নেবেন এক্ষেত্রে।

    সভায় উপস্থিত ছিলেন মেমারি এক ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক শতরূপা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা সহসকল কর্মাধ্যক্ষ গণ।

    সূত্র মারফৎ জানা যায় মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী উভয়েই প্রশাসনকে বারবার চিঠি দিয়ে মজুরী বৃদ্ধির কথা বলেন।

    এদিকে স্থানীয় বিড়ি শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, সারা দিন রাত পরিশ্রম করে সামান্য টাকার বিনিময়ে বিড়ি বাঁধার কাজ করে তারা সংসার চালানোর তাগিদে। ভোটে আসে ভোট যায়, মেলে শুধু প্রতিশ্রুতি অবশেষে ৩ বছর পর মজুরী বৃদ্ধি করা হলো, তাও মাত্র ৩৫ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে আর একটু বেশি হলে ভালো হতো