|
---|
কলকাতা: গত 12 ডিসেম্বর কলকাতার রাজা রামমোহন হল লাইব্রেরীতে অনুষ্ঠিত হয় তৃতীয় হট্টমেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2021 এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের 12 টি দেশ থেকে বিভিন্ন রকমের ডকুমেন্টারি ,শর্ট ফিল্ম , মিউজিক ভিডিও , ট্রাভেল ডকুমেন্টারি জমা পড়ে আনুমানিক পঞ্চাশটি ছবি সেখানে স্ক্রিনিংয়ের জন্য মনোনীত হয় যার মধ্যে জলপাইগুড়ির এস. আর প্রোডাকশনের একটি সামাজিক সচেতনতামূলক শর্টফিল্ম এবং একটি মিউজিক ভিডিও নির্বাচিত হয় মনোনীত ছবিগুলির থেকে বাছাই করা কিছু ছবি এবং মিউজিক ভিডিও কে পুরস্কৃত করা হয়।
জলপাইগুড়ির এস. আর প্রোডাকশনের স্বল্পদৈর্ঘ্যের ছবি শপথ সিগনিফিকেন্ট এনভারমেন্টাল মেসেজ ক্যাটাগরিতে পুরস্কৃত হয় এবং এস. আর প্রোডাকশন জলপাইগুড়ির মিউজিক ভিডিও প্রায়শ্চিত্ত এক্সসিলেন্ট টাচিং কনসেপ্ট , ওভার অল অ্যাকটিং এবং পরিচালনা এর জন্য পুরস্কৃত হয় ..মঞ্চে উপস্থিত ছিলেন খ্যাতনামা পরিচালক রাজা সেন সিনেমাটোগ্রাফার অসীম ঘোষ এবং গণমাধ্যম গবেষক অভিজিৎ মুখার্জি সমগ্র জলপাইগুড়ি জেলা থেকে একমাত্র এস.আর প্রোডাকশন এই চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার অর্জন করে নেয়… কলকাতা থেকে পুরস্কার অর্জন করার পর জলপাইগুড়িতে প্রোডাকশন এর পক্ষ থেকে সমস্ত কলাকুশলীদের নিয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় যে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের প্রখ্যাত বাচিকশিল্পী এবং অভিনেতা শ্রীজাত কর মহাশয়।
অনুষ্ঠানে প্রোডাকশন এর পক্ষ থেকে কেক কেটে মিষ্টিমুখ করিয়ে পুরস্কার পুরস্কার অর্জন এর আনন্দ ভাগ করে নেওয়া হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ সমস্ত অভিনেতা অভিনেত্রীরা শিশু শিল্পীরা তাদের মতামত জানায় প্রোডাকশন এর কর্ণধার রিম্পা দাস কুন্ডু জানান ভবিষ্যতে আরও ভালো কাজ তাদের প্রোডাকশন থেকে করা হবে সেজন্য তিনি সকলের কাছে অনুরোধ করেছেন পাশে থাকার এবং উৎসাহদানের