অযোধ্যা পাহাড়ে পিকনিক সেরে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত ৪ জন

নতুন গতি নিউজ ডেস্ক: পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে পিকনিক সেরে বাঁকুড়ায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। গতকাল রাত ১০টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ছাতনা থানার ভগবানপুরে ওই দুর্ঘটনা ঘটেছে। আহত পাঁচজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

    স্থানীয় সূত্রে খবর, অযোধ্যা পাহাড়ে পিকনিক সেরে পুরুলিয়া থেকে গাড়িতে ফিরছিলেন বাঁকুড়ার বেলিয়া গ্রামের ৮ জন বাসিন্দা। ৬০ নম্বর জাতীয় সড়কে তাঁদের গাড়ির সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত গাড়ির চালক ও ৮ জন যাত্রীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্‍সকরা ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত পাঁচ জনের চিকিত্‍সা চলছে। ট্রেলারের চালক ও খালাসি পলাতক।

    শীতের রোদ মেখে পিকনিক গোটা রাজ্যে জনপ্রিয় ঠিকই কিন্তু রাতের দিকে শীতের কুয়াশা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠছে। এ মাসেরই ১৩ তারিখ পুরুলিয়ায় নিতুড়িয়ায় মোটরবাইক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। সেদিন রাত ৯টা নাগাদ পুরুলিয়া বরাকর রাস্তার ওপর ২টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হন। আহতদের স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে দাবি, ২টি মোটরবাইকই প্রচণ্ড গতিতে এসে মুখোমুখি ধাক্কা মারে। আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না।