|
---|
আসিফ রনি, নতুন গতি, বহরমপুর : Seishinkai Shito-Ryu ক্যারাটে এসোসিয়েশনের উদ্যোগে হ্যান্সি প্রেমজিৎ সেনের তত্ত্বাবধানে কলকাতা সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্ট্যাডেল হোটেলে রবিবার অনুষ্ঠিত হলো বাৎসরিক ব্ল্যাক বেল্ট পরীক্ষা, উত্তীর্ণ হলো ৪১ জন (SIKKI) ।
রাজ্যের প্রায় ৫০০ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। Seishinkai Indian Karate-Do & KickBoxing Institute এর ৪১ জন ব্ল্যাক বেল্ট সম্মানে সম্মানিত হয়েছে, তার মধ্যে ছিলো 1st Dan, 2nd Dan, 3rd Dan, 4th Dan ও 5th Dan….. ।
Seishinkai Indian Karate-Do & KickBoxing Institute এর প্রধান প্রশিক্ষক রেনসাই বাপ্পাদিত্য নন্দী ও শিহান মৃগাঙ্ক ঘোষ জানান, আমারা এই ব্ল্যাক বেল্ট পরীক্ষায় ৪১ জন উত্তীর্ণ হওয়ায় খুব খুশি ।
এই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্নি ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোস এবং বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত সভাপতি স্বপন ব্যানার্জী ।