|
---|
কেশপুর: আমনপুর তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 42তম বার্ষিক আন্ত:বিদ্যালয় ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পাটনা বাহাদুর নিম্ন বুনিয়াদি শিক্ষা কেন্দ্র সংলগ্ন ক্রীড়াঙ্গনে। সকাল দশটার সময় মাঠ পরিক্রমার পর তিন নম্বরের গ্রাম পঞ্চায়েত প্রধান মায়া ঘোষ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন শিক্ষা কর্মাধ্যক্ষ বিশ্বনাথ কোলা । মঞ্চে উপস্থিত ছিলেন দুই নম্বরের অঞ্চলের শিক্ষাবন্ধু প্রণবেশ বাবু , সমাজসেবী শ্যামাপদ পাখির সহ বিশিষ্টরা। ক্রীড়া প্রতিযোগিতাটি সুচারু ভাবে সম্পন্ন করতে সাহায্য করেছেন পাটনা বাহাদুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পালধী, বড়্যাপাঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান ক্রান্তি দে, সমির মাইতি, মোহন হালদার সহ অন্যান্যরা। ৩২ টি প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকারী কে বিশেষ পুরস্কারের পুরস্কৃত করা হয়।