|
---|
আজিজুর রহমান, নতুন গতি : গত কদিন ধরে তাপমাত্রা তেতাল্লিশ পার হয়েছে। মাথার উপর সূর্য চোখ রাঙিয়ে আছে। বেলা দশটার পর বাইরে বের হলেই বিপদ। এমন সময় অসুস্থ মানুষ যেকোন সময় বিপদে পরতে পারে। তবে রোজগারের টানে বহু মানুষকে রোদ উপেক্ষা করে রাস্তায় বের হতে হচ্ছে। প্রতিদিন গলসি বাজার ও গলসি স্টেশনে যেতে হচ্ছে এলাকার কয়েক হাজার মানুষকে। স্টেশন পথে ও বাজার পথে আগত ওই সকল মানুষদের একটু স্বস্তি দিতে এগিয়ে এলেন গলসি ২ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধক্ষ্য সাবির উদ্দিন আহম্মেদ ওরফে জয়। এই তাপদাহে পথ চলতি মানুষদের স্বস্তি দিতে তিনি গলসি স্টেশনের পাশে জল, ফল ও সরবত বিলি শুরু করেছেন। প্রচন্ড রোদ-গরমে দু চিরি শসা, দু চিরি তরমুজ ও এক গ্লাস সরবত পেয়ে বেশ স্বস্তি পাচ্ছেন পথ চলতি মানুষ। সাথে পাচ্ছেন শীতল ছায়া ও ঠান্ডা পানীয় জল। ছায়ায় একটু জিরিয়ে নিয়ে জল, ফল ও সরবত খেয়ে নিজের গন্তব্যে যাচ্ছেন পথচলতি মানুষ। গ্রীষ্মের এই ভয়াবহ তাপদাহে এমন কাজের প্রশংসা করেছেন স্থানীয় এক টিউবওয়েল মিস্ত্রি আনন্দ মীর। তিনি বলেন, এই এলাকায় কাজে এসেছিলাম। রাস্তায় সবির উদ্দিনের ছেলেরা পথ আটকে ছায়ায় বসিয়ে শসা তরমুজ ও সরবত খাইয়েছে। খেয়ে তৃপ্তি পেলাম। টোটো যাত্রী সুনিতা বাগ্দী ও সাবিনা খাতুন বলেন, এই পথে যাচ্ছিলাম টোটো আটকে এরা জল সরবত ও ফল দিল। স্টেশন থেকে বেড়িয়ে এই গরমে একটু হলেও স্বস্তি পেলাম। এমন কাজের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ। আয়োজক সাবির উদ্দিন আহম্মেদ বলেন, তার নেত্রী মমতা ব্যানার্জী মানুষের পাশে থাকার কথা বলেছেন। তাদের জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জামালপুর বিধায়ক অলোক মাঝির নির্দেশে তারা ওই কর্মসূচি নিয়েছেন। অলোক বাবু তাদের জানিয়েছেন, এই গরমে মানুষকে একটু জল খাইয়ে আশির্বাদ নিতে। সেইজন্যই তারা এই কাজ শুরু করেছেন। যতদিন এই তাপদহ থাকবে ততদিন তারা ওই কাজ চালিয়ে যাবেন। জেলা যুব তৃণমূল সভাপতি তথা, জামালপুর বিধায়ক অলোক মাঝি, সাবির উদ্দিন আহম্মেদ ওরফে জয় এর প্রশংসা করে বলেন। জয় বাবু খুব ভালো কাজ শুরু করেছেন। তাদের যুব নেত্রী সায়নী ঘোষ এই গরমে তীষ্ণাক্ত পথচলতি মানুষকে জল ফল ও সরবত দান করেতে বলেছেন। পাশাপাশি ছাতা টুপি প্রদান করতে নির্দেশ দিয়েছেন। সেই জন্য জেলা জুড়ে ওই কাজ শুরু হয়েছে। তার দাবী, এমন ভাবে তাদের কর্মীরা এগিয়ে আসায় রাস্তা ঘাটে মানুষ বেশি বেশি সহযোগিতা পাচ্ছে। কয়েক দিনের মধ্যেই তিনি গলসি স্টেশনে ওই কাজ দেখতে আসবেন।