৪৩তম বইমেলা বর্ধমান শহরে চলছে

সেখ সামসুদ্দিন : বর্ধমান শহরে চলছে ৪৩তম বর্ধমান বইমেলা। বইপত্রের সঙ্গে রয়েছে পল্লীমঙ্গল সমিতির স্টল। স্টল নং ১০০, সেখানে রয়েছে এক আকর্ষনীয় সুযোগ। ৫কেজি প্লাস্টিক নিয়ে এলে পাবেন ১টি বই বা ১টি ফুলের চারা গাছ বা মাটির ব্যবহার্য জিনিষ যা পছন্দ করে নিতে পারবেন। এটির উদ্বোধন করেন জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরুপ চৌধুরী। তিনি তার গাছ গ্রুপের তরফে বেশ কিছুগাছও দেন বিতরণের জন‍্য। মিলছে ব‍্যাপক সাড়া, ইতিমধ্যে বেশ কয়েকজন প্লাস্টিকের বদলে গাছ বা বই নিয়ে গেছেন স্টল থেকে। স্বভাবতই সমগ্র বইমেলায় সাড়া ফেলছে এই স্টল। এছাড়াও এই স্টল থেকে বিক্রি হচ্ছে আসরফী খাতুন, দ্যুতিমান ভট্টাচার্য সহ বেশ কিছু লেখকের বই, সমিতির সদস্যদের বানানো মাটির জিনিষ, বিনামূল্যে বিতরণ হচ্ছে মাস্ক স্যানেটাইজার। পল্লীমঙ্গল সমিতির সদস্যরা মেলার মাঠ পরিস্কার রাখতেও উদ্যোগী হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় তারা সাফাই অভিযান চালাচ্ছে প্রাঙ্গন জুড়ে। প্লাস্টিক মুক্ত পৃথিবী করতে চলছে জোড়দার প্রচার বলে জানান পল্লীমঙ্গল সাধারণ সম্পাদক সন্দীপন সরকার।