৪৫ তম বর্ধমান ব‌ইমেলায়

সংবাদদাতা : বর্ধমান উৎসব ময়দানে, বীরহাটায় অভিযান গোষ্ঠী আয়োজিত ৪৫ তম বর্ধমান ব‌ইমেলায় রামমোহন রায় মঞ্চে উপস্থিত ছিলাম অনেক গুণীকবি, সঙ্গে কবিতা পাঠের আসরে ১০ জানুয়ারি। বিশিষ্ট কবি কুশল দে মহাশয়ের সঞ্চালনায় লক্ষী নারায়ণ আদিত্য, অরুণ মজুমদার, তারকেশ্বর চট্টরাজ, অরবিন্দ সরকার,সেখ মহম্মদুল হক, সৈয়দ আতাউর রহমান,কাজী জুলফিকার আলি,সেখ হাসানুজ্জামান,সেখ সদরুল আলম, সুফি রফিক উল ইসলাম,সেখ সাদরে আলম , সেখ জাহাঙ্গীর, মাসুদ করিম, দীপেন্দ্র নাথ শীল, কল্পনা রায়, তাপস ভূষণ সেনগুপ্ত, নমিতা রাউত, মিনতি গোস্বামী, অশোক বর্মন, সুবীর রায়,শরৎ দাস,বিকাশ বিশ্বাস, সুব্রত মজুমদার, বসন্ত পাল , সেখ মালেক জান,তারা সরকার, সবিতা গোস্বামী, সবিতা চ্যাট্টার্জী, করবী রায়, আশিয়া খাতুন, রীতা সাউ, সুকান্ত দে,অশোক সরকার, নারায়ণ চন্দ্র পাল, কুমুদ বন্ধু নাথ,কানাই হালদার প্রমুখ।