বৈকন্ঠপুর শিশু সেবা কেন্দ্রের ৪৬ তম জন্ম দিবস পালন

বাবলু হাসান লস্কর, কুলতলি : দক্ষিণ চব্বিশ পরগনায় পিছিয়ে পড়া ব্লকের মধ্যে অবস্থিত কুলতলি ব্লকের বৈকন্ঠপুর শিশু সেবা কেন্দ্র। দীর্ঘদিন যাবত একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় এলাকায় সাধারণ মানুষের কাছে বিশেষ পরিচিতি পায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সরকারি ট্রেনিং এই সেন্টারের মাধ্যমে হয়ে থাকে। দীর্ঘদিন যাবত মানুষের কল্যাণে নিয়োজিত বৈকুন্ঠপুর শিশু সেবা কেন্দ্র। প্রাকৃতিক বিপর্যয় কিম্বা দীর্ঘদিন চলা লকডাউনে, কুলতলী ব্লকের একাধিক এলাকায় মানবিকতার নজির গড়েছেন। একাধিক প্রাকৃতিক বিপর্যয় যেমন আইলা, বুলবুল, আমফানে তারা মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। আজ বৈকুন্ঠপুর শিশু সেবা কেন্দ্রের ৪৬তম প্রতিষ্ঠা দিবস উৎযাপন উপলক্ষে একাধিক MLA,OC ,প্রধান সহ গুণিজনেরা। কুলতলি ব্লকের মৈপিঠ বৈকুন্ঠপুর অঞ্চলের বৈকুন্ঠপুর শিশু সেবা কেন্দ্রের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উৎযাপন উপলক্ষে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা, কুলতলি বিধানসভার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল, মৈপিঠ কোষ্ঠাল থানার OC মধুসূদন পাল, মৈপিঠ অঞ্চলের প্রধান, নমিতা জানা ,,সিনির প্রতিষ্ঠাতা ডক্টর সমীর নায়ায়ণ চৌধুরী, দিলীপ ব্যানার্জি,অবিনাশ গায়েন,শৈলেন্দ্রনাথ প্রামাণিক, সুজয় দাস, নিরঞ্জন কুইলা সহ বিশিষ্ট গুনিজনেরা।