বর্ধমান বইমেলা

সেখ মনোয়ার হোসেন বর্ধমান : ১০ জানুয়ারি ২০২৫।বর্ধমান অভিযান-গোষ্ঠী আয়োজিত ৪৭তম বর্ধমান বইমেলা শুরু হল বর্ধমান শাঁখারী পুকুর উৎসব ময়দানে নজরুল মঞ্চে। মেলা চলবে ১৯ শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবছর বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী (একাডেমি পুরস্কারপ্রাপ্ত- জলের উপর পানি)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ, মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস, বর্তমান পৌরসভার পৌরপতি মাননীয় শ্রী পরেশ চন্দ্র সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রাম সংকর মন্ডল প্রমূখ। এই দিন অনুষ্ঠানে জেলার সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য প্রবীণ শিক্ষক মাননীয় শ্রী দ্বিজেন্দ্রনাথ ঘোষ মহাশয় কে দেব প্রসন্ন পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান অভিযান গোষ্ঠী ও বর্ধমান বইমেলা কমিটির সভাপতি মাননীয় শ্রী স্বপন কুমার ভট্টাচার্য।

    আগামী ১২ ই জানুয়ারি ২০২৫ বৈকাল ৫ টায় “ডা: কৃষ্ণানন্দ মজুমদার স্মৃতি অভিযান সাহিত্য সম্মান” এবং “সমীরণ চৌধুরী স্মৃতি সাহিত্য সাংস্কৃতিক পুরস্কার” প্রদান করা হবে। এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সমীরণ চৌধুরী স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে।
    ১৪ ই জানুয়ারি ২০২৫ “কৃষ্ণ গোপাল কুন্ডু স্মৃতি কবি সম্মাননা”প্রদান করা হবে।
    ১৯ জানুয়ারি ২০২৫ গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৈকাল ৫ টায় অনুষ্ঠিত হবে, এই সভায় উপস্থিত থাকবেন কলকাতা বইমেলার সম্পাদক মাননীয় শ্রী ত্রিদিব চট্টোপাধ্যায় , এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রাম শংকর মন্ডল মহাশয়।