বাসুল ডাঙ্গা হাট প্রাঙ্গণে মোল্লা চ্যারিটেবেল ফাউন্ডেশনের চতুর্থ বাৎসরিক অনুষ্ঠান

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- প্রতি বছরের মতো এবারও এলাকার পিছিয়ে পড়া সকল স্তরের মানুষদের সুবিধার্তে ডাক্তার আবু খালেদ মোল্লার ব্যবস্থাপনায় এবং মোল্লা চ্যারিটেবেল ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বাৎসরিক অনুষ্ঠান বাসুলডাঙ্গা হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের মহান উদ্দেশ্য গুলি হলো, পিছিয়ে পড়া মেধাবী ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বিবেচনায় আর্থিক সাহায্য, স্কুল সামগ্রী বিতরণ ও স্কুল সাপ্লাইয়ের সুব্যবস্থা করা। অর্থনৈতিক পিছিয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী ও ব্যবসায়ে উদ্যগীদের জন্য বিনা সুদে মূলধন জোগানো।অসহায় বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা মহিলাদের জন্য বৃদ্ধাশ্রমে এবং অনাথদের জন্য অনাথ আশ্রমে আশ্রয় প্রদান করা। শীতে কষ্ট পাওয়া মানুষদের জন্য শীতবস্ত্র বিতরন। এছাড়াও সময় মতো সঠিক অর্থ ও পরামর্শ দানে,যাহারা কঠোর পরিশ্রম করে তাদের সৎভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পথ দেখানো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় গুণীজন থেকে শুরু করে স্কুলের শিক্ষক ও শিক্ষিকা সহ মরহুম হাজী মোহাম্মদ সফিউল্লাহ সাহেবের আমেরিকা প্রবাসী পুত্র,কন্যা ও তাদের পরিবারগণ সহ আরো অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। পরিচালনা করেন আলমগীর মোল্লা ও জারা রহমান লস্কর। এই অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজনদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।