মুর্শিদাবাদ জেলার রানীতলায় একসাথে ৫ জন শিশু জলে ডুবে মৃত্যু

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: গতকাল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত দিয়ারপারা গ্রামে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। গ্রামের এক ইট ভাটার পাশে একটি পুকুরে ৫ টি শিশু জলে ডুবে মৃত্যু। পুকুরের পাশে সবাই খেলা করছিলো হঠাত একটি শিশু পুকুরে পড়ে যায় তাকে উদ্ধার করতে বাকি ৪ টি শিশু নেমে পড়ে, অবশেষে ৫ জন শিশুর মৃত্যু হয়।

    বৃষ্টির সময় ছিল তাই গ্রামবাসীরা সঠিক সময় জানতে পারেনি, পরবর্তিতে গ্রামবাসী জানতে পারে এবং মৃতদেহ উদ্ধার করে। শিশু গুলোর নাম হলো – (১) সাকিল সেখ বয়স আট বছর। (২) মিন্টু সেখ বয়স আট বছর। (৩) অন্জল সেখ বয়স আট বছর। (৪) ইব্রাহিম সেখ বয়স ছয় বছর। (৫) ইউনুস সেখ বয়স আট বছর।