|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের রাজনগর অঞ্চল তৃনমূল কংগ্রেস কার্যালয়ে রাজনগর ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চল ও ভবানীপুর অঞ্চলের বিভিন্ন বুথ থেকে প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগ দিলেন । রাজনগর অঞ্চল তৃনমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্বের তৃণমূলের পতাকা তুলে দিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু। সঙ্গে ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রানা প্রতাপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
রাজনগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি তথা তৃণমূল নেতা গৌতম সাহা একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, আজ তিনি ফের সুকুমার সাধুর হাত ধরে তৃণমূলে ফিরে এলেন। প্রাক্তন সিপিআইএম নেতা বাসুদেব মুখার্জিও আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই যোগদানের ফলে রাজনগর ও ভবানীপুর অঞ্চলের তৃণমূল আরো শক্তিশালী হল বলে জানান তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধু।