|
---|
নিজস্ব সংবাদদাতা, মালদা: বুধবার অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র ঈদুল ফিতর। একমাস রোজার শেষে খুশির ঈদে মেতে উঠতে চলেছে মুসলিম ধর্মপ্রাণ মানুষ। আর এই ঈদের প্রাক মুহূর্তে সকল সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান ও সকলের মঙ্গল কামনা করেন হাফিজ মৌলানা মোহাম্মদ সাজেদুর রহমান । তিনি একটানা ৫১ বছর ধরে মালদা শহরের হায়দারপুর জামে মসজিদে ইমামতি করছেন। বলতে গেলে এই মসজিদে একটানা থাকার সুবাদে তাঁর জীবনে ৫১ তম বর্ষে পদার্পণ করল খুশির ইদ । এবার বর্তমানে তাঁর বয়স হয়েছে ৭৩ বছর । ২২ বছর বয়সে ইমাম হিসেবে এই মসজিদে যোগদান করেন । ইমাম সাজেদুর রহমানের জীবনে টানা ৫১ বছর ধরে ইমামমতি এক নজিরবিহীন ঘটনা ও বিরল ঘটনা । এদিন তাঁর অনন্য রেকর্ডের খবর জানতে পেরে নতুন গতির পক্ষ থেকে মোঃ নাওয়াজ শরিফ সাক্ষাৎ করেন ও পুষ্পস্তবক দিয়ে ইমাম সাহেব কে শুভেচ্ছা জানান । উপস্থিত ছিলেন মোয়াজ্জিন রহমত আলি, হায়দারপুর মুসলিম সমাজের সর্দার সারাফাত আলী, গৌড় দর্পণ এর সম্পাদক নাজির হোসেন প্রমুখ। সর্দার সারাফাত আলি বলেন, বিভেদ নয়, বিদ্বেষ নয় । সকলের সঙ্গে সকলের মেলবন্ধন সুদৃঢ় হোক । ইদ উৎসবে সকলের জীবন খুশিতে ভরে উঠুক ও আগামী কালের ইদের শুভেচ্ছা জানান । ইমাম সাজেদুর রহমানের দীর্ঘায়ু কামনা করেন ।