|
---|
পোস্টার কান্ডে উত্তাল জগৎবল্লভপুরের রাজনীতি
সিরাজুল মিদ্দা, হাওড়া: বঙ্গ রাজনীতিতে পোস্টার রাজনীতি নতুন নয়। বেশ কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের পোস্টার পড়তে দেখা গেছে। আমরা দেখেছি দলবদলের আগে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে বিভিন্ন ধরনের পোস্টার পড়তে। সেই সমস্ত পোস্টারে লেখা থাকতো ছাত্র-যুব নয়ন মনি শুভেন্দু অধিকারী সৌজন্যে দাদার অনুগামী, যুব সমাজের নয়ন মনি রাজিব ব্যানার্জি সৌজন্যে দাদার ভক্ত ইত্যাদি। সেই পোস্টার পড়ার রাজনীতি বঙ্গ রাজনীতিতে এখনো শেষ হয়নি । আজ আবার জগৎবল্লভপুর বিধানসভার বিভিন্ন প্রান্তে যেমন বড়গাছিয়া ,পাঁতিহাল, সকাল বাজার বিভিন্ন এলাকায় দেখা গেল সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করা অনুপম ঘোষের নামে পোস্টার পড়তে। সেই পোস্টারে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘরের ছেলে অনুপম ঘোষ কে জগৎবল্লভপুরে আগামী বিধানসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিন।এই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জগৎবল্লভপুর মন্ডল-২ এর বিজেপি সভাপতি সৌমেন্দ্রনাথ কাড়ার জানান যে বিধানসভা নির্বাচনে বিধায়কের প্রার্থী হবার শখ সকলেরই আছে কিন্তু আমাদের দলের একটা নিয়ম-শৃঙ্খলা সিদ্ধান্ত আছে। এই নিয়ম শৃংখলার বাইরে কোন কাজ হতে পারে না। তাই এই পোস্টার আমাদের দলীয় কর্মীদের লাগানো নয়। এটা আমাদের কালচার, সংস্কৃতি নয়। এটা শাসকদল চক্রান্ত। এটা তৃণমূল কংগ্রেসের কালচার, সংস্কৃতি। এ ব্যাপারে অনলাইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। দোষী চিহ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর তম শাস্তির দাবি করছি। তিনি এও বলেন একসাথে লড়বো। তৃণমূল নেতা তথা হাওড়া জেলা পরিষদের সদস্য সঞ্জীব মল্লিক বলেন যে, তাদের দলের প্রচারে যেহেতু এই পোস্টার লাগানো হয়েছে এটা তাদের দলের ব্যাপার এটা তাদের দলের ভিতরের ব্যাপার। বিজেপির গোয়াল ঘরে দ্বন্দ্ব শুরু হয়েছে তৃণমূলের নামে দোষ চাপিয়ে কোন লাভ নেই।