আটকে পড়া ৫৫০ জন পর্যটককে উদ্ধার সিকিম থেকে

নিজস্ব সংবাদদাতা : উৎসবের মরশুমে অনেকেই বেড়াতে গিয়েছিলেন সিকিমে। তবে অসময়ের বৃষ্টির কারণে উত্তর সিকিমে আটকে পড়েন অনেক পর্যটক। ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় ধ্স নামে।

     

     

    উদ্ধার কার্য নামে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ তৎপরতার সাথে উত্তর সিকিমের লাচুং থেকে উদ্ধার করেছে ৫৫০ জন পর্যটককে। ধসের খবর পাওয়ার পর থেকেই , তৎপরতার সাথে উদ্ধার কার্য শুরু করে ভারতীয় সেনাবাহিনী। মোট ৫৫০ জন পর্যটককে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।