৫ জুন ‘কৃষি বাঁচাও, কর্পোরেট হঠাও’ দিবস পালন করল এ আই কে কে এম এস

৫ জুন, তমলুক; কৃষি আইন ২০২০ বাতিলের দাবিতে দেশজুড়ে লাগাতার আন্দোলন চলছে । দিল্লিতে দীর্ঘ সাত মাস ধরনা চলছে। এই কৃষি আইন বাতিলের দাবিতে আজ কৃষক সংগঠন এ আই কে কে এম এস দেশজুড়ে কৃষি বাঁচাও কর্পোরেট হঠাও দিবস পালন করছে। সেই কর্মসূচিতেই আজ সকালে তমলুকের মানিকতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এবং রাধাবল্লভপুরে কৃষকরা বিক্ষোভ দেখিয়ে কৃষি আইন এর প্রতিলিপি পোড়ান। প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন এ আয় কে কে এম এস এর পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নেতা প্রবীর প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন সামসাদ খান , রঞ্জিত পড়িয়া প্রমুখ। প্রবীর প্রধান জানান, গত বছর ৫ ই জুন কেন্দ্রীয় সরকার জনবিরোধী কৃষি আইন পাস করেছিল। তাই আজকের দিনে কৃষি বাঁচাও কর্পোরেট হঠাও স্লোগানে দেশজুড়ে বিক্ষোভ চলছে।যতদিন না কেন্দ্র সরকার কৃষক বিরোধী এই কৃষি ও বিদ্যুৎ আইন বাতিল করছে, ততদিন পর্যন্ত দেশ জুড়ে লাগাতার আন্দোলন চলবে। সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপক মূল্যবৃদ্ধি হচ্ছে ,তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান কৃষক নেতারা।