লেডি অফ কেলিং জয় করলো জলপাইগুড়ির ৬ পর্বতারোহী 

 

    নিজস্ব সংবাদদাতা:একদিকে প্রতিকূল আবহাওয়া, অপরদিকে কনকনে ঠান্ডা বাতাস সব রকম প্রতিকূলতা কে জয় করে লেডি অফ কেলং এ ভারতের জাতীয় পতাকা ওরালেন জলপাইগুড়ির ৬ জন পর্বতারোহী।

    গত ১২ জুলাই ৮ সদস্যের দল জলপাইগুড়ি থেকে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়। ১৬ জুলাই মানালি থেকে পর্বত শৃঙ্গে পৌঁছানোর যাত্রা শুরু হয় তাদের।

    গত রবিবার তারা এই দুর্গম পর্বত শৃঙ্গ জয় করেন, সোমবার দলের নেতৃত্ব দেওয়া ভাস্কর দাস তাদের জয়ের বিষয়ে জানান। এই জয়কে তারা করোনা যোদ্ধাদের নামে উৎসর্গ করেছেন। তারাই তৃতীয় দল যারা এই দুর্গম পর্বত শৃঙ্গ জয় করতে সক্ষম হলো।