|
---|
মুসকান খাতুন: একদিনে ৬ হাজার মামলার নিষ্পত্তি হলো জাতীয় লোক আদালতে। শনিবার সারা দেশের সঙ্গে বীরভূমেও বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের ব্যাবস্থাপনায় লোক আদালত অনুষ্ঠিত হয় বোলপুর, সিউড়ী ও রামপুরহাট আদালতে। তিন টি আদালতে মোট ২০ টি বেঞ্চ বসে। এদিন মোট ৮ হাজার ৫০০ মামলার মধ্যে ৬ হাজার মামলার নিষ্পত্তি হয় বলে বীরভূম জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের তরফে জানানো হয়। মোটর দূর্ঘটনা, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, ব্যাঙ্কের অনাদায়ী ঋণ সহ বিভিন্ন মামলার নিষ্পত্তিতে দশ কোটি টাকার মধ্যস্থতা হয়। জাতীয় লোক আদালত পরিচালানা করেন জেলা জজ তথা আইনী পরিষেবা কতৃপক্ষের চেয়ারম্যান আরতী শর্মা রায় ও আইনী পরিষেবা কতৃপক্ষের সচিক বিচারক নিরুপমা দাস ভৌমিক।
উল্লেখ্য, ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে সারা দেশের সমস্ত জেলা ও মহকুমা আদালতে প্রতি তিন মাস অন্তর লোক আদালত অনুষ্ঠিত হয়। সেই মতো এদির পশ্চিমবঙ্গের অনান্য জেলার মতো বীরভূমের তিন আদালতে লোক আদালত বসে। একদিনে এত মামলার নিষ্পত্তি হওয়াই খুশি আদালতের বিচারক থেকে বিচারপ্রার্থীরা। তিন টি আদালতে সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য ছিলো যথেষ্ট পুলিশি নিরাপত্তাও।