|
---|
জাকির হোসেন সেখ, নতুন গতি: বিজেপি ও তার শরিকদের ভোট দেবেন না। জনগণের কাছে এই আবেদন রাখলেন ৬০০ জন শিল্পী। যৌথ বিবৃতিতে তাঁদের আরজি, ”ধর্মান্ধতা ও ঘৃণাকে ক্ষমতা থেকে সরাতে ভোট করুন।”
বিবৃতিতে যে ৬০০ জনের স্বাক্ষর রয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন অমল পালেকর, অনুরাগ কাশ্যপ, লিলেট দুবে,
নাসিরুদ্দিন শাহ, অভিষেক মজুমদার, মহেশ দত্তানি, কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহ, সঞ্জনা কাপুর, ঊষা গাঙ্গুলি সহ ভারতের তাবড় তাবড় সব শিল্পীদের।
দেশের ১২টি ভাষায় প্রকাশিত এই আবেদনে বলা হয়েছে, ”দুর্বলদের সশক্তিকরণে, স্বাধীনতা রক্ষায়, পরিবেশ রক্ষায় ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসারকে ভোট দিন।” আসন্ন নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে উল্লেখ করে বলা হয়েছে, ”পাঁচ বছর আগে যে মানুষটি নিজেকে দেশের রক্ষাকর্তা হিসেবে নিজেকে চিহ্নিত করেছিলেন, তিনি তাঁর ভ্রান্ত নীতির কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন।”
নমোর জমানায় দেশের সংবিধান হুমকির মুখে রয়েছে বলে তোপ দেগে বিবৃতিতে বলা হয়েছে, ”আজ আমাদের ভালোবাসার সংবিধান বিপদের মুখে। গান, নাচ, হাসি সবকিছু বিপদের মুখে।”