|
---|
নুর আহমেদ, মেমারি, ১৫ অগাষ্ট আজ সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবসে মেমারি শহরে সংবিধান বাঁচও ও দেশ বাঁচাও কর্মসূচী পালন করলো। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুকান্ত কোঙার , প্রশান্ত কুমার, অভিজিৎ কোঙার , পিযুষ বিশ্বাস, পিন্টু ভট্টাচার্য, চিন্তা কোঙার , সন্ধ্যা ভট্টাচার্য প্রমুখ বামপন্থী নেতা-নেত্রীরা। সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এই কর্মসূচি পালন করা হয়। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুকান্ত কোঙার তার বক্তব্যে জানান যে, আজকের দিনে দেশকে রক্ষা করো, রক্ষা করো দেশের সংবিধান। গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো নস্যাৎকারী বিজেপি সরকারের বিরুদ্ধে আজকের এই কর্মসূচী।