বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার উপস্থিতিতে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তিতে প্লাটিনাম জুবলি ২০২২ উৎসব অনুষ্ঠিত হয়

বাইজিদ মন্ডল, মগরাহাট: কোভিড অতিমারী পরিস্থিতিতে প্রায় দুবছর প্রাথমিকে বন্ধ ছিল পঠন পাঠন । ওমিক্রণের প্রভাবে স্বাভাবিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে,তার সঙ্গে সকল ধরনের অনুষ্ঠান ভাটার মধ্যে অতিবাহিত হলেও । একটু একটু করে অতিমারীর প্রকোপ কমতে থাকার পর রাজ্য সরকারের উদ্যোগে পাড়ায় শিক্ষালয় শুরু হওয়ার পর সম্পূর্ণভাবে সকল প্রাথমিক স্তরে বিদ্যালয় চালু হওয়ার পাশাপাশি সকল ধরনের অনুষ্ঠান কিছুটা সবুজ সংকেত দেয় রাজ্য সরকার।

    রাজ্য সরকারের ঘোষণা কে পাথেয় করে এই করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনে জনাকয়েক মানুষদের সঙ্গে নিয়ে আজ মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত কালিকাপোতা অঞ্চলের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবলি ২০২২ উৎসব হয় I উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার সাথে উপস্থিত ছিলেন মগরাহাট ১ BDO ফতেমা কওসার , মগরাহাট ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানোবেন্দ্র মন্ডল, জেলা পরিষদ সদস্য মুজিবর রহমান মোল্লা মহাশয়, জেলা পরিষদ সদস্যা তন্দ্রা পুরকাইত, সহ অঞ্চল প্রধান নাসরিন বিবি।

    ইহা ছাড়াও ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সহ অনান্য শিক্ষক,শিক্ষিকা মহাশয় মহাশয়াগণ সহ অনান্য,অঞ্চল সভাপতি, অঞ্চলের অনান্য নেতৃত্বগন I