দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় মুড়ে ফেলা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একাংশ

নতুন গতি নিউজ ডেস্ক: প্রথমবারের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল মুড়ছে তেরঙায়। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে ৭৫০০ স্কোয়ার ফুটের পতাকায় মুড়ে ফেলা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একাংশ।

    সাধারনত বছরে দু’বার ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভারতের পতাকা উত্তোলন হয়। ২৬ জানুয়ারি এবং ১৫ অগাস্ট। কিন্তু এই প্রথমবার রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধে বিরাট জাতীয় পতাকা টাঙানো হবে। জানা গিয়েছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এই পতাকা বানিয়েছে। ভিক্টোরিয়ার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতীক ছিল এই ভিক্টোরিয়া। আর স্বাধীনতার ৭৫ তম বর্ষে সেই ভিক্টোরিয়াকেই জাতীয় পতাকায় মুড়ে ফেলা হবে।

    ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন জাতীয় প্রদর্শনী শালা এবং কলকাতার অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ বলেই পরিচিত। বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র রাখা রয়েছে সেখানে। আর তা দেখতে ভিড় জমান রাজ্য, দেশ তথা বিদেশের পর্যটকরা। আর এবার স্বাধীনতার ৭৫তম বর্ষে তিলোত্তমার ঐতিহাসিক স্থাপত্যকে মুড়ে ফেলা হবে তেরঙা দিয়ে যা নিঃসন্দেহে চমকপ্রদ।